খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : বিএনপির জেলা কমিটি পুনর্গঠনে কাউন্সিল করতে না পারার জন্য এতদিন তৃণমূল নেতা-কর্মীদের দায়ী করা হতো। কিন্তু এবার কেন্দ্রীয় নেতাদের কারণে এই মাসে কাউন্সিল করা যাচ্ছে না। এই অভিযোগ তৃণমূল নেতাদের। এখন কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন, চেয়ারপারসন খালেদা জিয়া এই মাসের শেষে কিংবা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরলে মাসজুড়ে জেলা কমিটিগুলোর কাউন্সিলের কাজ শেষ করা হবে। পরবর্তীতে কেন্দ্রীয় কাউন্সিলের প্রস্তুতি নেওয়া হবে।
তৃণমূল নেতারা জানিয়েছেন, এতদিন জেলা কমিটিগুলোর নেতারা কেন্দ্রে বলে এসেছেন সরকারের আইন-শৃঙ্খলা বাহিনীর সীমাহীন নিপীড়ন-নির্যাতনের কারণে জেলা কমিটি পুনর্গঠন কাজ শেষ করা যায়নি। জেলায় জেলায় আইন-শৃঙ্খলা বাহিনী নানা মামলায় দলের নেতা-কর্মীদের গ্রেফতার করেছে। সম্প্রতি তা কমায় এখন জেলা কমিটির পুনর্গঠনের কাজ জোরেশোরে চলছে। জেলা কমিটিগুলোর নেতারা জেলা কাউন্সিল করার জন্য কেন্দ্রে তাগাদা দিচ্ছেন। এর মধ্যে যেসব জেলা রয়েছে সেগুলো হল-গাইবান্ধা, কুড়িগ্রাম, নওগাঁ, দিনাজপুরসহ বেশ কয়েকটি জেলা। কিন্তু কেন্দ্র কাউন্সিলের জন্য সময় দিচ্ছে না। গত ৮ অক্টোবর রাঙামাটি জেলা বিএনপির কমিটি গঠনের কাজ শেষ হয়েছে। তারা ঢাকায় এসে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাত্ও করেছেন। এখন তারা পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, চেয়ারপারসন খালেদা জিয়া চিকিত্সার জন্য লন্ডনে যাওয়ায় দলের কেন্দ্রীয় নেতাদের অনেকে নিজেদের মতো করে সময় পার করছেন। যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে কেন্দ্রে সময় দিতে হচ্ছে। এ কারণে জেলার কাউন্সিলে তারা যেতে পারছেন না। তবে চেয়ারপারসন ফিরলে জোরেশোরে পুনর্গঠন কাজে হাত দেওয়া হবে।
দফতরের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, যেসব জেলার ওয়ার্ড ও ইউনিয়নের কমিটি হচ্ছে তারা এখন থানা, পৌর ও উপজেলার কমিটি গঠন করছেন। চলতি মাসের মধ্যে এসব ইউনিটের কমিটি গঠনের কাজ শেষ হবে। এরপর তারা প্রতিটি জেলার কাউন্সিলরদের তালিকা কেন্দ্রে পাঠাবেন। তারা পরীক্ষা-নিরীক্ষা করে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের কাছে পাঠাবেন।যেসব জেলার ওয়ার্ড ও ইউনিয়নের, থানা, পৌর ও উপজেলার কমিটি গঠন বিলম্ভহবে তাদের বিষয় দলীয় ভাবে ব্যবস্থানেওয়া হবে ।
এ বিষয়ে জেলা কমিটি পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা ও দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান বলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ফলোআপ চিকিত্সার জন্য সিঙ্গাপুর গেছেন। তিনি দেশে ফিরবেন আগামী ২১ অক্টোবর। মির্জা ফখরুল দেশে ফিরলে মো. শাহজাহান নিজেই সিঙ্গাপুর যাবেন উন্নত চিকিত্সার জন্য। চলতি মাসের শেষে তিনি দেশে ফিরবেন। দেশে ফেরার পর জোরেশোরে জেলা কাউন্সিলের কাজ শুরু করবেন তারা। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান কেন্দ্রীয় কাজে ব্যস্ত সময় পার করছেন।
মো. শাহজাহান জানান, চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরলে তার পরামর্শে জেলা কমিটিগুলোর কাউন্সিল অনুষ্ঠিত হবে। এর মধ্যে জেলা কমিটি তাদের জেলার আওতাধীন ইউনিটগুলোর কমিটি শেষ করে জেলা কাউন্সিলের প্রস্তুতি নিবেন।