বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : পৃথিবীজুড়ে নানা রকম মানুষেরই দেখা মেলে, অনেকেই রয়েছের নানা অজানা অচেনা সমস্যায় জর্জরতি। আর সেই সমস্যাগুলোর মধ্যে এবার দেখা মিলল প্রকৃতির ভিন্ন রকম রহস্য! তবে এই রহস্যের সমাধান একেবারেই সহজ নয়। কারণ ভারতের গুজরাতে এমনই এক বিস্ময়কর ঘটনা সামনে এল। আমদাবাদ সংলগ্ন একটি গ্রামের ১৮ বছরের অর্পিত তো দেখতে আর পাঁচটা তরুণের মতোই। কিন্তু তার শরীরে এমন একটা বিষয় রয়েছে যা দেখলে চমকে যেতে হয়। জামা খুললেই দেখা যায়, দেহের বাইরে রয়েছে তার হৃৎিপণ্ড। এই ঘটনা চিকিৎসা বিজ্ঞানের কাছেও বিস্ময়ের ব্যাপার। চিকিৎসদের অনুমান, সারা দেশেই এ ধরনের নজির সম্ভবত আর নেই। তাঁদের আরও দাবি, দেহের বাইরে হ্তৃপিণ্ড নিয়ে যে সব বাচ্চা জন্মায় তারা সঙ্গে সঙ্গেই মারা যায়। কিন্তু অর্পিতের ঘটনা তাঁদের আশ্চর্য করেছে।অর্পিত একেবারেই সুস্থ। অন্য সবাইয়ের মতোই স্বাভাবিক জীবনযাপন করে সে। খেলাধুলো থেকে ঘরের কাজকর্ম সবই স্বাভাবিকভাবে করে সে। ১৯৯৭-এ জন্ম হয় অর্পিতের। কিন্তু শরীরের বাইরে হৃৎিপণ্ড দেখে চমকে গিয়েছিলেন চিকিৎসকরা। তাঁরা তখন বলেছিলেন, বেশিদিন বাঁচতে পারবে না সে। কিন্তু এই ভবিষ্যতবাণী উল্টে দিয়ে সে স্বাভাবিকই রয়েছে। এখন তো তার বয়স ১৮। অর্পিত বলেছে, এতে তার কোনও সমস্যা নেই। নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে সে। এখন বাবার সঙ্গে চাষ ও পশুপালনের কাজ করে অর্পিত।