Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : ইরানের পরমাণু প্রকল্প সীমিতকরণে তেহরান ও ছয় 82বিশ্বশক্তির মধ্যে যে চুক্তি হয়েছে তা অনুমোদন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। খামেনির ওয়েবসাইটে বুধবার এ তথ্য জানানো হয়। তবে ওই চুক্তি কার্যকর করার বিষয়ে তিনি কয়েকটি শর্ত আরোপ করেছেন। ওয়েবসাইটে প্রকাশিত প্রেসিডেন্ট হাসান রুহানিকে লেখা চিঠিতে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অবশ্যই পরিষ্কারভাবে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিতে হবে। একইসঙ্গে চুক্তিতে বেশ কিছু কাঠামোগত ত্রুটি আছে বলেও তিনি রুহানিকে সতর্ক করে দেন। প্রসঙ্গত, পরমাণু প্রকল্প সীতিমকরণে চলতি বছর তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও জার্মানির চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, ইরানকে তার পরমাণু কর্মসূচি আগামী ১০ বছরের জন্য স্থগিত রাখতে হবে। বিনিময়ে দেশটির ওপর আরোপ করা বিভিন্ন সামরিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।