Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Puja Mandap 21-10-15শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, সকল ধর্মীয় উৎসবই মানুষে মানুষে নিবিড় বন্ধন দৃঢ় করে আর ও ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করে। হিংসা-বিদ্বেষ পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠাই হচ্ছে সকল ধর্মের মানুষের ব্রতী ও কর্তব্য। দুর্গা উৎসবের অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরুপী অপশক্তি অশুরকে ওসুরকে বিনাশ করে স্বর্গীয় শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে সুবিচার ও ন্যায় নিশ্চিত হবে।

এম. গোলাম মোস্তফা ভুইয়া আজ বুধবার সন্ধ্যার পর দুর্গাপূজা উপলক্ষে রাজারবাগ কালি মন্দির-সহ বিভিন্নস্থানে পুজামন্ডপ পরিদর্শন কালে উপরোক্ত বক্তব্য রাখছিলেন।IMG_0008
রাজারবাগ কালিমন্দিরে মন্ডপ পরিদর্শন কালে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মন্দির কমিটির সভাপতি শ্রি চিত্ত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক ইন্দ্র জিৎ দাস, ডিএল যুগ্ম সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ কালচারাল একাডেমী সেক্রেটারী জেনারেল হুমায়ূন কবির বেপারী-সহ স্থানীয় নেতৃবৃন্দ ও মন্দির কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, মজলুম জননেতা মওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাপ সকল সময়ই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। বাংলাদেশ ন্যাপ এদেশের সকল ধর্মের, সকল বর্ণের মানুষের ধর্মীয় স্বাধীনতা, অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এই দেশের সকল মানুষ ভাই ভাই। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, পতাকা-মানচিত্র, গণতন্ত্র রক্ষায় ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা কাঁধে কাঁধ রেখে সংগ্রাম অব্যাহত রাখবো এই হোক প্রত্যয়।

IMG_0026
তিনি বলেছেন, ধর্মীয় সম্প্রীতির দেশ হচ্ছে বাংলাদেশ, যেখানে সকল মানুষ বাস করে সাম্প্রদায়িক সম্প্রীতির মাঝেই। যদিও ষড়যন্ত্রকারী অশুভ শক্তি বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার ষড়যন্ত্র করে থাকে। কিন্তু, দেশের ধর্ম-বর্ণ সকল মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের কারণে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়ৈছে বার বার।