খোলাবাজার২৪ : বুধবার, ২১ অক্টোবর ২০১৫ :
কামরুল হাসান, ঠাকুরগাঁও : জেলার সড়ক বিভাগে টেন্ডারে অনিয়ম বলে দাবি মেনে নিয়ে ঠিকাদারদের অভিযোগ গ্রহণ করেছেন নির্বাহী প্রকৌশলী শেখ সোহেল আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় সড়ক বিভাগের কার্যালয়ে নির্বাহী প্রকৌশলীর কাছে ঠিকাদাররা টেন্ডারে অনিয়মের লিখিত অভিযোগ পৌছালে তা গ্রহণ করে স্বাক্ষর প্রদান করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর ঠিকাদাররা নির্বাহী প্রকৌশলীর কাছে দরপত্রটির ব্যপারে জানতে চাইলে পূর্ণাঙ্গ প্রক্রিয়া সম্পন্ন হতে আরো ৩-৪ দিন সময় লাগবে বলে তাদের জানানো হয়। কিন্তু এরই মধ্যে ঠিকাদারদের অবহিত না করে লটারি প্রক্রিয়া সম্পন্ন করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন। ঠিকাদারদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে আবার নতুন করে লটারী সম্পন্ন অথবা দরপত্র আহবানের দাবি জানায়।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর ঠাকুরগাঁওয়ের ঠিকাদারগণ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর নিকট এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী ইনভুলেশন না পাঠানোর অজুহাতে কয়েকদিনের মধ্যে টেন্ডারের লটারী অনুষ্ঠিত হবে বলে জানান। নির্বাহী প্রকৌশলীর কথাবার্তায় সন্দেহ হলে ঠিকাদারগণ দিনাজপুর তত্বাবধায়ক প্রকৌশলী অফিসে খোঁজ নিয়ে জানতে পান যে, দিনাজপুর সড়ক জনপদ অফিসে গোপনে লটারী করা হয়েছে এবং মোটা অংকের বিনিময়ে একজন ঠিকাদারকে কাজ দেওয়া হয়। এতে ঠাকুরগাঁও জেলার ঠিকাদারদের মাঝে উত্তেজনা দেখা দেয় এবং মঙ্গলবার দুপুরে তারা ঠাকুরগাঁও নির্বাহী প্রকৌশলীকে ঘেরাও করে। অবস্থা বেগতিক দেখে নির্বাহী প্রকৌশলী পুলিশে খবর দিয়ে নিজে অফিস থেকে সটকে পরে। পরে ঠিকাদারগণ টেন্ডারের ভুয়া লটারী বাতিলের দাবিতে জেলা প্রশাসক, সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। এর আগে ঠাকুরগাঁও হতে পীরগঞ্জ পর্যন্ত ২২ কিঃ মিটার রাস্তা সংস্কার ও উভয় পাশের্^ ৬ ফুট রাস্তা বর্ধিতকরনের জন্য ঠাকুরগাঁও সড়ক ও জনপদ বিভাগ থেকে ৫ কোটি ১৮ লক্ষ ৪৬ হাজার ১৫৮ দশমিক ১৬০ টাকার প্রক্কলন ধরে টেন্ডার আহবান করা হয় যার আইডি নং ২৯৮৪৫। যথারীতি উক্ত কাজের বিপরীতে ১৪টি সিডিউল বিক্রি হয় এবং টেন্ডার ফেলার শেষদিনে ৯ জন ঠিকাদার সিডিউল ড্রপ করে। তন্মধ্যে সঠিকভাবে টেন্ডার দাখিলে ব্যর্থ হওয়ায় একজন ঠিকাদারের সিডিউল বাতিল করা হয়।