খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫ ; শুভ বিজয়া দশমী আজ। পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। তবে বিসর্জন হবে কাল শুক্রবার। আজ বৃহস্পতিবার একই দিনে দুর্গোৎসবের মহানবমীর আনুষ্ঠানিকতা পালন করা হবে। মহানগর সর্বজনীন পূজা কমিটি জানায়, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ সকাল ৭টা ৩৩ মিনিটের মধ্যে মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা হবে। আর সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জন হবে। আর এরই মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। এ বছর নবমী ও দশমী তিথি একই দিনে থাকায় শাস্ত্রীয় বিধান মেনে পূজার সব আনুষ্ঠানিকতা আজ শেষ হয়ে যাবে। অবশ্য আজ বিজয়া দশমী হলেও ভক্ত ও দর্শনার্থীরা সারা দিন রাজধানীর বিভিন্ন মণ্ডপে প্রতিমা দেখতে যেতে পারবেন। কারণ পূজা উদ্যাপন পরিষদের সিদ্ধান্ত অনুসারে সারা দেশে প্রতিমা বিসর্জন হবে কাল শুক্রবার। একটি বড় ঢাকের ভেতর দিয়ে প্রবেশপথ। নান্দনিক সৌন্দর্যের এই পূজামণ্ডপটি রাজশাহী নগরের গণকপাড়া এলাকার বৈষ্ণবসভা মন্দিরের। সারা দিন দূরদূরান্ত থেকে ভক্তরা এই মণ্ডপে এসে পূজা দেখছেন। ছবিটি গতকাল তোলা ষ প্রথম আলো১২ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের শুরু হয়েছিল। সনাতন হিন্দুদের ধর্মবিশ্বাস অনুসারে, দেবী দুর্গা তাঁর সন্তানদের নিয়ে মর্ত্যে আসার জন্য মহালয়ার দিন যাত্রা শুরু করেন। আর বিজয়া দশমীতে সন্তানদের নিয়ে স্বর্গে ফিরে যান দেবী। এ বছর দেবী দুর্গা ঘোড়ায় মর্ত্যে এসেছিলেন, আর দোলায় করে ফিরে যাবেন। গতকাল বুধবার সারা দেশে মহা সমারোহে উদ্যাপিত হয়েছে দুর্গাপূজার মহাষ্টমী। রাজধানীর প্রধান পূজামণ্ডপগুলোতে ঢাকের বোল আর মানুষের উপচে পড়া ভিড় জানান দিয়েছে দুর্গোৎসবের সর্বজনীনতা। এদিন রামকৃষ্ণ মঠ ও মিশনে অনুষ্ঠিত হয় ‘কুমারী পূজা’। মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে তাতে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করাই কুমারী পূজা। রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মঠ ও মিশনে গতকাল সকালে কুমারীপূজার আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল থেকেই ছিল ভক্ত ও দর্শনার্থীদের ভিড়। ভক্তরা ‘কুমারী দেবীর’ চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রাণিজগতের কল্যাণ ও মঙ্গল কামনা করেন। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, সব নারীর মধ্যে মাতৃরূপের উপলব্ধি করতে কুমারীপূজার আয়োজন করা হয়। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গতকাল সকাল ৮টা ৪০ মিনিটের মধ্যে মহাষ্টমী বিহিত পূজা হয়। এরপর শুরু হয় সন্ধিপূজা। দুপুরে মন্দির মেলাঙ্গনে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। – ঝবব সড়ৎব ধঃ: যঃঃঢ়://িি.িহড়-িনফ.পড়স/২০১৫/১০/২২/৪৪৯৯২৯.যঃস#ংঃযধংয.ডঐঁঋীডগয়.ফঢ়ঁভ