Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, ইসরায়েল 10ও ফিলিস্তিনীদের মধ্যে সহিংসতায় যারা মারা গেছে তার প্রত্যেকটি ঘটনা অবশ্যই তদন্ত করা হবে। বুধবার ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সেইসঙ্গে চলমান সহিংসতা বন্ধে উভয়পক্ষের প্রতি আহ্বান জানান তিনি। তিন সপ্তাহের বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে যে সহিংসতা চলছে তা প্রশমনের উদ্দেশে মঙ্গলবার ইসরায়েল সফরে যান জাতিসংঘ মহাসচিব। ওইদিনই ইসরায়েলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন। পশ্চিমতীরের রামাল্লায় আব্বাসের সঙ্গে বৈঠক করার পর সাংবাদিকদের বান বলেন, ‘সম্ভাব্য অর্থপূর্ণ শান্তি আলোচনা অনুষ্ঠানের ব্যাপারে আমরা সব ধরনের সহায়তা করব। কিন্তু চূড়ান্ত ফয়সালা ইসরায়েল-ফিলিস্তিনীদেরই করতে হবে। এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হল— চলমান সহিংসতা বন্ধ করা যাতে আর কোনো প্রাণহানি না ঘটে।’ এর আগে মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন জাতিসংঘ মহাসচিব। নেতানিয়াহুকে মুন বলেন, দখলদারিত্ব বন্ধ করাসহ একমাত্র প্রকৃত ও দৃশ্যমান রাজনৈতিক সমাধানের মাধ্যমেই চলমান সহিংসতার সমাধান সম্ভব। গত মাসের শেষ দিকে ইসরায়েলী বাহিনী আল-আকসা মসজিদে ফিলিস্তিনীদের বিরুদ্ধে আটক অভিযান শুরু করলে সহিংসতা শুরু হয়। এ পর্যন্ত সহিংসতায় ৫১ ফিলিস্তিনী ও আট ইসরায়েলী নিহত হয়েছেন।