Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: স্পিন ঘর বাজানের বিপক্ষে ভালো খেলেও হেরে 26যাওয়াটা মেনে নিতে পারছেন না ঢাকা মোহামেডানের কোচ কাজী জসিমউদ্দিন জোসি। নিজ দলের বিদেশীদের মান নিয়েও অখুশি তিনি। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বুধবার শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের দলটির কাছে ১-০ গোলে হারে মোহামেডান। মোহামেডান ডিফেন্ডার ইওন্টা মিচেলের ৩৩তম মিনিটে করা হাস্যকর ভুলের সুযোগ কাজে লাগান বাজানের আনোয়ার আকবরি। এ গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় ম্যাচের ভাগ্য। মিচেলের দিকে অভিযোগের আঙুল না তুললেও ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বিদেশীদের সমালোচনা করেন জোসি, “আমার দলের বিদেশী খেলোয়াড়দের গুণগত মান ভালো নয়। তাদের তুলনায় স্থানীয়রা অনেক ভালো খেলেছে।” সুযোগ হারানো নিয়ে মোহামেডান কোচ বলেন, “১০টা সুযোগ তৈরি করেছিলাম আমরা। এর মধ্যে অন্তত পাঁচটা গোল পেতে পারতাম আমরা। ফুটবল গোলের খেলা; তারা পেয়েছে, আমরা পায়নি। ভালো খেলেও এভাবে হেরে যাওয়াটা হতাশার।” নাবীব নেওয়াজ জীবন, মোহাম্মদ ইব্রাহিমরা গোলের সহজ সুযোগ নষ্ট করলেও কোচের প্রশংসা পাচ্ছেন। বিশেষ করে জীবনের খেলায় মুগ্ধ জোসি। “জীবন গোল পায়নি কিন্তু সে যেভাবে আপ্রাণ চেষ্টা করেছে, তাকে ধন্যবাদ জানাই আমি।” প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ক্লাব কাপ খেলতে এসে শুভসূচনা পাওয়ায় দারুণ খুশি বাজান কোচ ওয়াহিদুল্লাহ, “জয় দিয়ে শুরু করতে পেরে আমি খুশি। ওদের আক্রমণ নিয়ে একটু দুঃশ্চিন্তা ছিল কিন্তু আমরা জিতেছি। আমি মনে করি না, আমাদের এই জয়ে ভাগ্যের অবদান আছে।” পরের ম্যাচেও জয়ের ধারায় থাকার আশাবাদও জানিয়েছেন বাজান কোচ। মোহামেডান কোচ জোসিরও বিশ্বাস পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে তার দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার সলিড এসসির বিপক্ষে খেলবে ঢাকা মোহামেডান। একই দিনে কলকাতা মোহামেডানের মুখোমুখি হবে বাজান।