খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: ডিবি পরিচয়ে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুম ওরফে কাইয়ুম কমিশনারের (সাবেক) ছোট ভাই এম এ মতিনকে তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। গভীর রাতে মধ্যে বাড্ডার লিংক রোডের নিজ বাসার সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মতিনের স্ত্রী দিলরুবা অভিযোগ করেন, মঙ্গলবার রাতে এশার নামাজ শেষে বাসায় ফিরছিলেন এম এ মতিন। বাড্ডা লিংক রোডের নিজ বাসার সামনে পৌঁছানো মাত্রই সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সাদা পোশাকের কয়েকজন যুবক তার গতিরোধ করেন। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়া হয়। এ ঘটনা দেখে আশপাশের বাসিন্দা ও মতিনের পরিবারের সদস্যরা এগিয়ে আসলে ওই যুবকেরা নিজেদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সদস্য বলে দাবি করেন এবং জিজ্ঞাসাবাদ শেষে মতিনকে ছেড়ে দেয়া হয় বলে জানান। এ ঘটনার পর মতিনের পরিবারের সদস্যরা বাড্ডা থানায় ছুটে যান। তবে এ ধরনের অভিযানের খবর থানা পুলিশের কাছে নেই বলে সেখান থেকে জানানো হয়। এরপর তারা বিভিন্ন মাধ্যমে জানতে পারেন, মতিনকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এ কারণে তারা আইনের আশ্রয় নেননি। তবে বুধবার বিকেল পর্যন্ত মতিনকে আদালতে হাজির করা হয়নি। তিনি অভিযোগ করে বলেন, তার স্বামী কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়। গার্মেন্টস ব্যবসা করেন। কী কারণে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়টিও তাদের কাছে পরিষ্কার নয়। মতিনের বড় ভাই এম এ কাইয়ুম রাজনীতির সঙ্গে যুক্ত। ধারণা করা হচ্ছে এসব কোনো কারণেই তাকে ধরে নিয়ে যাওয়া হতে পারে। ডিএমপি মিডিয়া সেন্টারের ডিসি মুনতাসিরুল ইসলাম জানান, ডিবি পরিচয়ে এম এ কাইয়ুমের ভাই মতিনকে তুলে নেয়ার বিষয়টি তার জানা নেই। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (পূর্ব) মাহাবুল আলমও বিষয়টি জানেন না বলে মঙ্গলবার গভীর রাতে জানান।