খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার্স বাই চয়েজ লটারি চলছে। হোটেল রেডিসন ব্লু’র বল রুমে ক্রিকেটারদের দলে টানছেন ফ্র্যাঞ্চাইজিরা। এ পর্যন্ত যে সব ক্রিকেটার দলে টেনেছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো : ঢাকা ডাইনামাইটস : মোস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোসাদ্দেক হোসেন সৈকত, বরিশাল বুলস : সাব্বির রহমান, সোহাগ গাজী, আল আমিন হোসেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ইমরুল কায়েস, লিটন দাস, শুভাগত হোম চৌধুরী রংপুর রাইডার্স : সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, আরাফাত সানী চট্টগ্রাম ভাইকিংস : এনামুল হক বিজয়, জিয়াউর রহমান, তাসকিন আহমেদ সিলেট সুপার স্টার্স : রুবেল হোসেন, মুমিনুল হক, আব্দুর রাজ্জাক, বিসিবির প্রকাশিত তালিকা অনুযায়ী লটারির তালিকায় রয়েছে ১২২ জন দেশীয় ও ১৯৫ জন বিদেশি ক্রিকেটার। তবে এই তালিকা সংযোজন ও বিয়োজন দুটোই হবে। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা বাদ যাবেন। একই সঙ্গে নতুন দেশী ও বিদেশি ক্রিকেটার যোগ দিবেন। বিপিএলের তৃতীয় আসরে আইকন খেলোয়াড় হিসেবে আছেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও নাসির হোসেন। আইকন ক্রিকেটারদের দল নির্ধারণ হবে পরে। বিপিএলের তৃতীয় আসরে প্রতিটি দল দেশী-বিদেশি ২৫ জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করাতে পারবে। যার মধ্যে ১৩ জন দেশী ও ১২ জন বিদেশি ক্রিকেটার থাকবে। প্রতি ম্যাচের একাদশে সাতজন দেশী ক্রিকেটারের সঙ্গে চারজন বিদেশী ক্রিকেটার খেলবেন। দেশী ক্রিকেটারদের মধ্যে ছয়জন আইকন খেলোয়াড় ৩৫ লাখ টাকা করে পাবেন। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা সাক্ষেপে পারিশ্রমিকের পরিমাণ বাড়তেও পারে। এছাড়া ‘এ’ থেকে ‘ডি’পর্যন্ত চারটি ক্যাটাগরির খেলোয়াড়রা পাচ্ছেন যথাক্রমে ২৫, ১৮, ১২ ও ৬ লাখ টাকা। চার ক্যাটাগরিতে বিদেশিদেরও পারিশ্রমিক ঠিক করা হয়ছে। ‘এ’ ক্যাটাগরি ৭০ হাজার ডলার, ‘বি’ ক্যাটাগরি ৫০ হাজার ডলার, ‘সি’ক্যাটাগরি ৪০ হাজার ডলার ও ‘ডি’ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৩০ হাজার ডলার। তালিকায় পাকিস্তান ও ইংল্যান্ডের ৫৩ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৩, শ্রীলঙ্কার ২৫, দক্ষিণ আফ্রিকার ৪, অস্ট্রেলিয়ার ৪, নিউজিল্যান্ডের ২, জিম্বাবুয়ের ৬ ও আইসিসি সহযোগী দেশগুলোর ১৫ জন ক্রিকেটার রয়েছেন।