খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ (এক্সিম) লিমিটেড ৩য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ২০১৫ সালের জানুয়ারি থেেেক-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির ইপিএস কমেছে ৫৬ দশমিক ৩৩ শতাংশলের জানুয়ারি থেেেক-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির ইপিএস কমেছে ৫৬ দশমিক ৩৩ শতাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আলোচিত সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। আগের বছর একই সময় ব্যাংকটির ইপিএস ছিল ৭১ পয়সা। সে হিসেবে ব্যাংকটির ইপিএস কমেছে ৫৬ দশমিক ৩৩ শতাংশ বা ৪০ পয়সা। আলোচিত সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি কনসোলিডেটেড প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময় ব্যাংকটির এনএভি ছিল ১৬ টাকা ৭৬ পয়সা। প্রসঙ্গত, ‘এ’ ক্যাটাগরির ব্যাংকটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।