খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: রংপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী রয়েছেন।
বুধবার রাত থেকে আজ ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। জেলা পুলিশের কন্ট্রোল রুমের অপারেটর মো. ফরহাদ জানান, অভিযানে কোতয়ালী থানা পুলিশ বিএনপির একজন ও জামায়াত-শিবিরের পাঁচজন, পীরগাছা থানা পুলিশ বিএনপির দু’জন এবং মিটাপুকুর থানা পুলিশ জামায়াত-শিবিরের দু’জনকে গ্রেপ্তার করেছে।
এছাড়া অন্যান্য মামলায় বিভিন্ন স্থান থেকে আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, গ্রেপ্তারকৃতরা বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ ছাড়াও নাশকতার অভিযোগে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে। তাদের পুলিশি হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।