খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: জেলার শ্রীপুর পৌর এলাকার ৬নং ওয়ার্ড কেওয়া গ্রামে সোলার সিরামিকস্ নামে একটি শিল্প প্রতিষ্ঠানে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছে। এ সময় একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় এ বিক্ষোভের ঘটনা ঘটে।
সোলার সিরামিকসের উৎপাদন ব্যবস্থাপক আবু বকর জানান, ব্যাংকিং জটিলতার কারণে গত মাসের বেতন দিতে দেরি হওয়ায় কিছু শ্রমিক বিক্ষোভ করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।