খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: পাকিস্তানের সাঈদ আজমল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেয়েছে। চিটাগং ভাইকিংসে খেলবেন ডানহাতি এই স্পিনার। তাকে পুরো টুর্নামেন্টেই পাবে চিটাগং ভাইকিংস। এই দলে আছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার জীভন মেন্ডিস, দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসেন। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সঙ্গে আছেন ইংল্যান্ডের ড্যারেন স্টিভেন্স, শ্রীলঙ্কান নুয়ান কুলাসেকারা ও লাহিরু থিরিমান্নে। এ ছাড়া পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজকে নিয়েছে রংপুর রাইডার্স। তবে ১ ডিসেম্বরের আগে তাকে পাওয়া যাবে না। এই দলে আছেন শ্রীলঙ্কার সুচিত্রা সেনানায়েকে ও আফগানিস্তানের মোহাম্মদ নবী। সিলেটের জার্সি গায়ে জড়াবেন পাকিস্তানের আরেক বাঁহাতি পেসার সোহেল তানভীর। পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজ শেষে বিপিএলে যোগ দেবেন তিনি। তানভিরের সঙ্গে খেলবে ইংল্যান্ডের ক্রিস জর্ডান ও জশুয়া কব। বরিশাল বুলসে খেলবেন পাকিস্তানের মোহাম্মদ সামি ও ইমাদ ওয়াসিম, শ্রীলঙ্কার সেগুয়া প্রসন্ন। ঢাকায় খেলবেন পেসার সোহেল খান, শাহাজিব হাসান, ইংল্যান্ডের ডাবিড মালান।