Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

01 খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: বাংলাদেশ ন্যাপ মহাসচিব ও ২০ দলীয় জোটের অন্যতম নেতা এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, জাতীয় ইতিহাসের বিভিন্ন স্তরে, বিভিন্ন সময়ে মানব সমাজ আর রাষ্ট্রের প্রয়োজনে বিভিন্ন প্রতিভার জন্ম হয়। ভাষা সৈনিক অলি আহাদের আবির্ভাবও এমন একটি ঐতিহাসিক পটভূমিতে সমাজ আর রাষ্ট্রের প্রয়োজনে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে বাংলা তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে অধিকার আদায়ের সংগ্রামে অনুপ্রানীত করেছিলেন অলি আহাদ।
এম. গোলাম মোস্তফা ভুইয়া আজ বৃহস্পতিবার দুপুরে যাদু মিয়া মিলনায়তনে ভাষা সৈনিক অলি আহাদের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তৃণমুল নাগরিক আন্দোলন আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছিলেন। নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, আলোচনায় অংশ গ্রহন করেন দেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির বেপারী, ন্যাপ নগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, জাতীয়তাবাদী যুব শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন মাল, সংগঠনের সহ সভাপতি শাহনুর, সাইফুল ইসলাম, কাজী মিরাজ হোসেনসহ প্রমুখ।
গভায় জাতীয় নেতা, ভাষা সৈনিক অলি আহাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, বাংলা মায়ের মানুষের ভাষার অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন। স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মঝরুম জননেতা মওলানা ভাসানীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আধিপত্যবাদ ও সা¤্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। শুধু ক্ষমতা রাজনীতির লক্ষ্য নয় জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর কর্মকান্ডে প্রমান করেছেন। তিনি বলেন, অলি আহাদ আজীবন দেশের জন্য, মানুষের জন্য, সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কথা বলেছেন। এক কথায় ভাষা সৈনিক অলি আহাদ ছিলেন দুঃসাহসী ও চিরবিদ্রোহী রাজনীতিবিদ।
মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেছেন, ভাষা সৈনিক অলি আহাদ মায়ের ভাষা বাংলার জন্য সংগ্রাম করেছিলেন, মহান মুক্তিযুদ্ধের জন্য সংগ্রাম করেছিলেন। দেশ ও জাতির কল্যাণ ছাড়া তার মাথায় অন্যকিছু ছিল না। তিনি আজীবন সংগ্রাম প্রিয় মানুষ ছিলেন। তার দেশপ্রেম জাতিকে মুগ্ধ করেছিল। তিনি বলেন, দেশে গণতন্ত্র ও জনগনের অধিকার বলতে কিছু নেই। চারদিকে ভয়-ভীতি আর দুঃশাসনের মধ্যে আমাদের প্রতিটি মুহুর্ত কাটাতে হচ্ছে। জাতিকে এখান থেকে মুক্ত করতে হলে অলি আহাদের মত দেশপ্রেমিক ও সাহসী নাগরিক হতে হবে।
সভাপতির বক্তব্যে মফিজুর রহমান লিটন বলেছেন, অলি আহাদের মত আজীবন সংগ্রামী, দেশপ্রেমিক রাজনীতিবিকে আমরা যথাযথ সম্মান দিতে পারি নাই। জাতি হিসাবে এটি আমাদের জন্য লজ্জার। অলি আহাদ একজন আদর্শ রাজনীতিক। তার সংগ্রামী জীবন, বিদ্রোহী চেতনা ঘুমঘোরে আচ্ছন্ন জাতিকে অধিকার আদায়ের অনুপ্রেরনা যোগায়।