Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

niht...............................

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫:  নাটোরের সিংড়ায় অভ্যন্তরীণ বিরোধে প্রতিপক্ষের হামলায় আব্দুল হান্নান নামের আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছে। এসময় তার বাড়িসহ অন্তত ৩০টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার তিরোইল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম শফির পোস্টার ছেড়াকে কেন্দ্র করে গত সোমবার স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম জিন্নাহর সমর্থকদের সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরিফুর রহমান আরিফ সমর্থকদের সংঘর্ষ হয়। এর জের ধরে সকালে আরিফ সমর্থকরা জিন্নাহ সমর্থকদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে আব্দুল হান্নান নামের আওয়ামী লীগের ওই কর্মী নিহত ও অন্তত ১৫ জন আহত হয়।
তারা জানায়, এসময় জিন্নাহ সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুরসহ লুটপাট করা হয় বলে অভিগোগ করেছে ক্ষতিগ্রস্তরা। খবর পেয়ে নাটোরের অতিরিক্তি পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মৃতদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠান হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।