খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: দুই বিদেশী খুনে পোষাক শিল্পে কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা গণগ্রস্থারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘‘এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। এটা ট্যাম্পরারী ডিফিকাল্টি হতে পারে। বায়ার কমার কোন সম্ভাবনা নেই।’’ ‘‘এ বিষয়টাকে ইস্যু করা হচ্ছে। বাংলাদেশে এমন কোন কোন অবস্থা হয়নি যে বিদেশীরা মুখ ফিরিয়ে নেবে। নিউইয়র্কে কত হাজার লোক মারা যায়,এর মধ্যে কত বাঙ্গালীও আছে’’-প্রশ্ন তুলেন অর্থমন্ত্রী। মুহিত বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য প্রায় ২৬ কোটি মার্কিন ডলার ছাড়ের সাথে যে সংস্কার কর্মসুচী চালিয়ে যেতে সুপারিশ করেছে। অর্থমন্ত্রী বলেন,‘‘শর্ত তারা দেয়, এটা নিয়ম,যা শর্ত ছিল সব পুরণ হয়েছে। আমার সাথে তাদের আলোচনা হয়েছে। তোমরা শর্ত দিবেনা,আমার শর্ত যেগুলো আছে, সেভাবেই কাজ করতে হবে।’’ গণগ্রš’াগারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনায় সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার নূরুল ইসলাম। মো. শামছুল ইসলাম ও অরুন দেবনাথ সাগরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, চেয়ারম্যান মখন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবন্তী রায়, আওয়ামী লীগ নেতা শামছুল আলম প্রমুখ। উপস্থিত ছিলেন- মেট্রোপলিটন ইউনির্ভাসিটির সাবেক ভিসি অধ্যাপক আব্দুল আজিজ, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ প্রমুখ।