Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: অপেক্ষার পালা শেষ। বিপিএলের ছয় আইকন 63ক্রিকেটারের দল চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার বিপিএল ‘প্লেয়ার্স বাই চয়েস’ লটারি প্রক্রিয়ায় ছয় আইকন ক্রিকেটারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। জাতীয় দলের পেসার মাশরাফি বিন মুর্তজাকে লটারির মাধ্যমে দলে পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পেয়েছে রংপুর রাইডার্স। এছাড়া মুশফিকুর রহিম সিলেট সুপার স্টারস, তামিম ইকবাল চিটাগং ভাইকিংস, মাহমুদউল্লাহ রিয়াদ বরিশাল বুলস ও নাসির হোসেন ঢাকা ডাইনামাইটস দলে খেলবেন। লটারির শুরুতে রংপুর রাইডার্স সাকিব আল হাসানকে বেছে নেয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্স বেছে নেয় মাশরাফি বিন মর্তুজাকে। এরপর বরিশাল বুলস নিজেদের পছন্দের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে দলে টানে। বন্দরনগরী চট্টগ্রামের দল চিটাগং ভাইকিংস বেছে নেয় স্থানীয় তারকা তামিম ইকবালকে। এছাড়া সিলেট সুপার স্টারস মুশফিকুর রহিম ও ঢাকা ডাইনামাইটস বেছে নেয় নাসির হোসেনকে।