খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে ২৫ কোটি ৮৩ লক্ষ ডলার বর্ধিত ঋণ সুবিধা দেবে। বুধবার ওয়াশিংটনে সংস্থার নির্বাহী পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। ৩ বছর মেয়াদী ইসিএফের আওতায় বাংলাদেশের অর্থনৈতিক কর্মসূচি পঞ্চম ও ষষ্ঠ কিস্তির বিষয়টি পর্যালোচনা শেষে এ ঋণ সুবিধার সিদ্ধান্ত হয়। চুক্তি অনুযায়ী ইসিএফের মোট ৯০ কোটি ৪২ লক্ষ ডলার পাচ্ছে বাংলাদেশ। ২০১২ সালের ১১ এপ্রিল আইএমএফের নির্বাহী বোর্ড বাংলাদেশের জন্য ৩ বছর মেয়াদী ইসিএফ অনুমোদন দেয়। এর মেয়াদ শেষ হবে আগামী ৩১ অক্টোবর। সেই সময়ের আগেই সবকটি কিস্তি ছাড় করতে যাচ্ছে আইএমএফ। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে আইএমএফের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও কিছু ক্ষেত্রে সংস্কার কর্মসূচি অব্যাহত রাখার সুপারিশ করা হয়েছে।