Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: অচিরেই নিষিদ্ধ হবে জামায়াত-শিবিরের রাজনীতি 66বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘এরা বাংলাদেশের স্বাধীনতাকে কোনোদিন মনেপ্রাণে গ্রহণ করেনি। এতোদিন বাংলাদেশের সকল সুযোগ-সুবিধা ভোগ করে আসলেও দলটি বাংলাদেশের অস্তিত্বকে মানেনি।’ বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্বরে এক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এসময় জেলা সদরের বিভিন্ন গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে সরকারি অনুদান বিতরণ সংস্কৃতিমন্ত্রী। এসব পরিবারের প্রতিটিকে এক বান্ডিল করে ঢেউ টিন ও নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়। তিনি বলেন, ‘আগামী পৌর ও ইউপি নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। আর এতেই জামায়াতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।’ সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান এতে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবু আসাদ মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু প্রমুখ।