খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘দেশে দুই বিদেশি হত্যাকাণ্ড নিয়ে দূতাবাসগুলো বাড়াবাড়ি করছে। তাদের রেড এলার্ট জারি বাড়াবাড়ি এবং ভুল সিদ্ধান্ত।’ বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিবেশই হয়নি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমেরিকায় প্রতিবছর অনেক বেশি মানুষ মারা যায়। তাদের মধ্যে অনেক বাঙালিও থাকে। যখন আমেরিকায় বাঙালি হত্যার ঘটনা ঘটে তখন তারা কোথায় থাকে?’ দুই বিদেশি হত্যাকাণ্ডে পোশাক শিল্পে কোনো প্রভাব ফেলবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। এটা ট্যাম্পরারি ডিফিকাল্টি হতে পারে। এতে বায়ার কমার কোনো সম্ভাবনা নেই। দেশে এমন কোনো পরিস্থিতি হয়নি যে তার প্রভাব গার্মেন্টস সেক্টর বা অর্থনীতিতে পড়বে।’ অর্থমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য প্রায় ২৬ কোটি মার্কিন ডলার ছাড়ের সাথে সংস্কার কর্মসূচি চালিয়ে যেতে সুপারিশ করেছে। শর্ত তারা দেয়, এটা নিয়ম, যা শর্ত ছিল সব পূরণ হয়েছে।