Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দেশটির 69কংগ্রেসে জেরার সম্মুখীন হতে যাচ্ছেন। তিনি এ ব্যাপারে প্রস্তুত বলেও জানিয়েছেন। ২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেট অফিসে হামলার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রসঙ্গত, ২০১২ সালের ১১ সেপ্টেম্বর লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিতে অবস্থিত মার্কিন কনস্যুলেট অফিসে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় মার্কিন দূত চ্যারিস স্টিভেন্স ও আরও তিন মার্কিন কর্মকর্তা নিহত হন। এ ব্যাপারে আগেও হিলারিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে, আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে যাওয়া হিলারিকে নতুন করে কংগ্রেস কমিটির জিজ্ঞাসাবাদের বিষয়টির সমালোচনা করেছে ডেমোক্রেটিক দল। এর ফলে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার ভাবমূর্তি ক্ষুণœ হবে বলে মনে করছে দলটি। মার্কিন কংগ্রেসে এখন রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। এই রিপাবলিকান নেতৃত্বাধীন কমিটির মুখোমুখি হতে হবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারিকে।