খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: প্রতিষ্ঠার পর গত ৫০ বছরে প্রায় ৯ হাজার জঙ্গিকে গ্রেফতার এবং তাদের মধ্যে ২ হাজার জনকে হত্যা করেছে বিএসএফ, যার বেশিরভাগই ঘটেছে পাকিস্তান সীমান্তে। বুধবার ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এ তথ্য জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বিএসএফের হাতে ধরা পড়া খ্যাতনামা ব্যক্তি, যাদেরকে ভারত সরকার সন্ত্রাসী মনে করে তাদের মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদি নেতা ইয়াসিন মালিক, মাওলানা মাসুদ আজহার এবং মুসতাক আহমেদ জারগার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি স্মারক ডাকটিকেট উন্মোচিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ দিনটি ভারতীয় পুলিশ বাহিনীরও প্রতিষ্ঠাবার্ষিকী। বিএসএফ কর্মকর্তারা জানান, বিভিন্ন যুদ্ধে এবং সীমান্তে দায়িত্ব পালন কালে এ পর্যন্ত সংস্থাটির মোট ১ হাজার ৫৫১ জন সদস্য প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ১ হাজার জনই মারা গেছে জম্মু ও কাশ্মির সীমান্তে। বাহিনীটির সাহসিকতার স্বীকৃতিস্বরূপ এ পর্যন্ত ১ জনকে মহাবীর চক্র, ১১ জনকে বীর চক্র, ৪ জনকে কৃতি চক্র, ১২ জনকে সৌর চক্র, ২৩১ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক দেওয়া হয়েছে। ১৯৬৫ সালের ১ ডিসেম্বর ২৫টি ব্যাটেলিয়ন নিয়ে প্রতিষ্ঠিত হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ এ সীমান্তরক্ষী বাহিনীটির রয়েছে ২৫ লাখ সদস্য। বাংলাদেশ ও পকিস্তানের সাথে ৬ হাজার ৬২৩ কিলোমিটার সীমানা পাহাড়া দেয় বিএসএফ। এছাড়াও নির্বাচনে দায়িত্ব পালন, প্রাকৃতিক দূর্যোগে বেসামরিক কর্তৃপক্ষকে সহায়তা এবং ঝুঁকিপূর্ণ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনসহ নানা দায়িত্ব পালন করে বিএসএফ।