খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে ৩০০ রানের টার্গেট দিলো ভারত। বৃহস্পতিবার চেন্নাইয়ের এমএ চিগাম্বারাম স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুতেই কিছুটা হোঁচট খায় ভারত। ব্যক্তিগত ৭ রানে ধাওয়ান এবং ২১ রানে রোহিত শর্মা আউট হয়ে গেলে বিরাট কোহলির সাথে জুটি গড়েন সুরেশ রায়না। কোহলি আউট হওয়ার আগ পর্যন্ত ১৩৮ রান করেন। এবং রায়না করেন ৪৫ রান। শেষ পর্যন্ত ধোনিদের কল্যাণে ৮ উইকেটে ৩০০ রানের টার্গেট দিতে সক্ষম হয় ভারত। অন্যদিকে প্রোটিয়াদের হয়ে ৩টি করে উইকেট নেন ডেল স্টেইন এবং রাবাডা। অন্যদিকে মরিস পান ১টি উইকেট। উল্লেখ্য, বিশ্বকাপের পর থেকেই খুব একটা ফর্মে ছিলেন না কোহলি। অনেক দিন পর আবারো রান খরা কাটিয়ে বড় স্কোর করলেন কোহলি। এটি তার ২৩তম সেঞ্চুরি।