Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: নানান জল্পনা-কল্পনার পর নভেম্বরে বসতে যাচ্ছে 77বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। বৃহস্পতিবার এই আসরের খেলোয়াড় বাছাই প্রক্রিয়ার লটারি অনুষ্ঠিত হয়েছে। তবে বাংলাদেশের তারকারা কে কত পারিশ্রমিক পাচ্ছেন সে বিষয় নিয়ে এরই মধ্যে ব্যাপক আগ্রহ ক্রিকেটভক্তদের মনে। জেনে নিন কে কত পারিশ্রমিক পাচ্ছেন। দেশি ক্রিকেটারদের মধ্যে ছয়জন আইকন খেলোয়াড় ৩৫ লাখ টাকা করে পাবেন। এ ছাড়া ‘এ’ থেকে ‘ডি’ পর্যন্ত চারটি ক্যাটাগরির খেলোয়াড়রা পাচ্ছেন যথাক্রমে ২৫, ১৮, ১২ ও ৬ লাখ টাকা। চার ক্যাটাগরিতে বিদেশিদেরও পারিশ্রমিক ঠিক করা হয়ছে। ‘এ’ ক্যাটাগরি ৭০ হাজার ডলার, ‘বি’ ক্যাটাগরি ৫০ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরি ৪০ হাজার ডলার ও ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৩০ হাজার ডলার। তালিকায় পাকিস্তান ও ইংল্যান্ডের ৫৩ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৩, শ্রীলঙ্কার ২৫, দক্ষিণ আফ্রিকার ৪, অস্ট্রেলিয়ার ৪, নিউজিল্যান্ডের ২, জিম্বাবুয়ের ৬ ও আইসিসি সহযোগী দেশগুলোর ১৫ জন ক্রিকেটার রয়েছেন। বিপিএলের তৃতীয় আসরে প্রতিটি দল দেশি-বিদেশি ২৫ জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করাতে পারবে। যার মধ্যে ১৩ জন দেশি ও ১২ জন বিদেশি ক্রিকেটার থাকবে। প্রতি ম্যাচের একাদশে ৭জন দেশি ক্রিকেটারের সঙ্গে ৪জন বিদেশি ক্রিকেটার খেলবেন।