Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: য়িকরা ভালো মানুষ নয় মন্তব্য করে 2সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিএনপির ‘দৃঢ় অবস্থানের’ কথা বলেছেন দলটির নেতা নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন, তার দল মনে-প্রাণে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসবে হিন্দুদের শুভেচ্ছা জানাতে যান বিএনপি নেতারা। সেখানে নজরুল ইসলাম খান বলেন, “আমরা বিএনপি মনে-প্রাণে বিশ্বাস করি যে, দেশ আমাদের সকলের। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে অনাদিকাল ধরে আমরা বাস করছি, মিলে-মিশে চলছি। এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্য রক্ষার জন্য আমরা কাজ করছি।” সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান তুলে ধরে এই বিএনপি নেতা বলেন, “আমি বিশ্বাস করি, যে কোনো ভালো মানুষকে সাম্প্রদায়িক হতে হয় না। যে কোনো ভালো মুসলিমকে সাম্প্রদায়িক হতে হয় না। একইভাবে ভালো হিন্দু কিংবা ভালো খ্রিস্টান বা ভালো বৌদ্ধ তারাও সাম্প্রদায়িক হতে পারে না। সাম্প্রদায়িক যারা হয়, তারা ভালো মানুষ নয়। “কাজেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় থেকে দৃঢ়তর হবে।” তবে বিএনপির জোটসঙ্গী কয়েকটি দলের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, তারা দেশে সাম্প্রদায়িক সংঘাত ও জঙ্গিবাদের ম“দাতা। বিকালে নজরুল ইসলাম খানের সঙ্গে গৌতম চক্রবর্তী, জয়ন্ত কুমার কুণ্ডুসহ দলের কয়েকজন নেতা মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপে এসে পৌঁছালে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জে এন ভৌমিক, সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি, মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাবেক নেতা সুব্রত চৌধুরী তাদের স্বাগত জানান। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঢাকেশ্বরী মন্দিরে আসার কথা থাকলেও হঠাৎ ‘অসুস্থ হয়ে পড়ায়’ তিনি আসেননি। মণ্ডপের পাশের মঞ্চে বসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি নেতারা। হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, “দুর্গাপূজার আজ বিজয়া দশমী। আমি দল ও আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের কল্যাণ কামনা করছি। “আজ আনন্দ ও শোকেরও দিন। কারণ আগামীকাল প্রিয় দেবীকে বিসর্জন দেওয়া হবে। তিনি (দেবী) চলে যাবেন।” ঢাকেশ্বরী মন্দিরের বেদখল জমি উদ্ধারের দাবি জানিয়ে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, “আমি সার্বজনীন পূজা কমিটির সভাপতির সঙ্গে আলোচনায় জানলাম- এই ঢাকেশ্বরী মন্দিরের ২০ বিঘা জমি আছে। তার মধ্যে ১৪ বিঘা জমি বেহাত হয়ে গেছে। অন্যায়ভাবে দখল করে নেওয়া হয়েছে। আজ ৬ বিঘার ওপর এই মন্দির প্রতিষ্ঠিত। আমি সরকারের কাছে আবেদন জানাব, মন্দিরের সম্পত্তি পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়া হোক। “একইসঙ্গে আমি বলতে চাই, আমাদের দল বিএনপি যখনই ক্ষমতায় আসবে, আমি যদি বেঁচে থাকি, আমি নিশ্চয়ই এই বেদখলকৃত জমি উদ্ধারের জন্য আমার সরকারেরর কাছে দাবি জানাব।” মন্দিরের জমি উদ্ধারে হিন্দুদের সোচ্চার হওয়ার আহ্বান জানান নজরুল ইসলাম খান। বক্তব্যের পর নজরুল ইসলাম খান মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি সেখানে পূজারি ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে বিএনপি নেতা নজরুল বলেন, “দেবী দুর্গা দুর্গতিবিনাশী। আমরা হিন্দু সম্প্রদায়ের বন্ধুদের প্রতি আবেদন জানাব, আপনারা যে দেবী দুর্গার পূজা করছেন, সেই দুর্গা দেবীর কাছে আবেদন করুন- বাংলাদেশে যেন কোনো অশুভ না থাকে। “খুন-গুম-রাহাজানি, অন্যায়-অনাচার, বর্বর চাঁদাবাজি করে যারা মানুষের জীবন অতিষ্ঠ করে তুলছে, সেই অশুরদের যেন পতন হয়, সেজন্য দুর্গতিবিনাশীর কাছে আবেদন জানাবেন।” অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী, বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, স্থানীয় ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম রাসেল প্রমুখ বক্তব্য রাখেন।