Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7 শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: লাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পংকজ শরণ বলেছেন, সরকার বিভিন্ন দেশের দূতাবাস ও রাষ্ট্রদূতদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নিয়েছে। এ জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য। বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। পংকজ শরণ বলেন, সারাদেশে উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে দেখে তিনি মুগ্ধ হয়েছেন। বাংলাদেশ সত্যিই চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম যার যার, উৎসব সবার। সবাই মিলে-মিশে বিভিন্ন উৎসব উপভোগ করে থাকে। ভারতের হাইকমিশনার বলেন, ‘ভারতীয় ভিসা পদ্ধতি সহজ করার প্রচেষ্টা চলছে। আগামী জানুয়ারি মাসে এ প্রক্রিয়াটি আরো সহজ হবে। এ ছাড়া ইতিমধ্যে শুধু পর্যটক ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসার ক্ষেত্রে ই-টোকেন ও ভিসার জন্য নির্ধারিত সাক্ষাতের সময় বাদ দেয়া হয়েছে।’ এ সময় কুমুদিনী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক প্রতিভা মুৎসুদ্দি, মতি সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এম এ হালিম, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান ফারুক, স্থানীয় সংসদ সদস্য এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মাসুম আহমেদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।