Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: ইডেনের ট্রলহাটান বিদ্যালয়ে 13ছুরিকাঘাতের ঘটনায় শোক জানিয়েছে দেশটির সরকার। ২১ অক্টোবর মঙ্গলবারের এ ঘটনায় ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছিল। খবর বিবিসির। যে ব্যক্তি বিদ্যালয়ের আক্রমণ করেছে তার নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে সে ২১ বছর বয়সী তরুণ ও ট্রলহাটান এলাকার বাসিন্দা ছিল। আক্রমণকারী তরুণকে পুলিশ গুলি করে হত্যা করেছে।তার সম্পর্কে তদন্ত শুরু করেছে সুইডেন পুলিশ। খবরে বলা হচ্ছে, আক্রমণকারী কারো সঙ্গে মিশত না। হিটলার ছিল তার প্রিয় ব্যক্তি। সে ছিল সুইডেনের ডানপন্থি গোষ্ঠীদের প্রতি সহানুভূতিশীল এবং ইসলাম ও অভিবাসী বিরোধী মনোভাবাপন্ন। নিহতদের মধ্যে একজন শিক্ষক ও একজন ছাত্র ছিল। এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, আক্রমণকারী ওই তরুণ বিদ্যালয়ে প্রবেশ করে। পরে সে শ্রেণীকক্ষের বিভিন্ন দরজায় ধাক্কা দেয়। দরজা খোলা হলে হাতের সামনে যাকে পান তাকেই ছুরিকাঘাত করে ওই তরুণ। এভাবে দুটি শ্রেণীকক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থীকে ছুরি মেরে আহত করে ওই তরুণ। প্রসঙ্গত, সুইডেনে এ ধরেনর ঘটনা বিরল। ২০ বছর আগে সুইডেনের এক শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটেছিল। তখন ১ শিক্ষার্থী বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছিল।