খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: আমরা সচারাচর পুরুষ এবং মহিলার মধ্যে বিবাহের কথাই জেনে থাকি। যদিও এখন বর্তমান বিশ্বে সমকামি বিধান আইনত চালু হওয়ার কারণে পুরুষ-পুরুষ এবং মেয়ে-মেয়েও বিবাহ হয়ে থাকে বলে জানা যায়। তবে মানুষের মাঝে এই বিবাহ বন্ধন হয়ে থাকে এটা খুবই স্বাভাবাকি ব্যাপার, কিন্তু কখনো শুনেছেন কি ব্যাঙের বিবাহের কথা। হয়তো কখনো ব্যাঙের বিবাহের কথা শুনেননি, তবে আপনি না শুনলেও বাস্তবেই দুই ব্যাঙের মাঝে বিবাহ দেয়া হয়েছে। তাও আবার অন্য কোন দেশে নয়, আমাদের বাংলাদেশের দিনাজপুর জেলাতেই ঘটেছে এমন ঘটনা। জানা যায়, বৃষ্টি আসবে এই আশায় মহা ধুমধামে ব্যাঙের বিয়ে দেওয়া হয় দিনাজপুরের বিরল উপজেলায়। বিয়ে উপলক্ষে প্রায় ৫ শতাধিক লোক জড়ো হয়। নেচে-গেয়ে গায়ে রং মেখে আনন্দ-ফুর্তির মাধ্যমে ব্যাঙের বিয়ে দেয়া হয়। এ ব্যাপারে এক মহিলা তাদের আঞ্চলিক ভাষায় জানান, “পানি হয়না, ক্ষেত খামার গাড়তে পানি হয়না, ফসল হয়না, তাই পানির আশায় ব্যাঙের বিহা লাগাইছি হামরা”। অপর এক মহিলা জানান, আমরা জানি যে ব্যাঙের বিয়ে লাগালে পানি এবং বৃষ্টি হয়। আরো এক পুরুষ জানান, বৃষ্টি হচ্ছে না, পানি হচ্ছে না, তাই আমরা ব্যাঙের বিয়ে লাগাইছি।