Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা বেড়ে যাওয়ায় শুক্রবার রাজধানী নয়া দিল্লিতে বসেছে সাহিত্য অ্যাকাডেমির জরুরি সভা।
ভারতের বিভিন্ন রাজ্যের সাহিত্যিকরা সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার ফেরত দেয়ায় এ সভা ডাকতে বাধ্য হন এর পরিচালনা পর্ষদ।
এদিন ৪০ জন লেখক, কবি, সাহিত্যিক দিল্লির মান্ডি হাউসে অবস্থিত সাহিত্য অ্যাকাডেমি ভবনের বাইরে সমাবেশ করে নীরব প্রতিবাদ জানান। তারা হত্যার শিকার অধ্যাপক এমএম কালবুর্গির বিচার চান।
প্রতিবাদ সমাবেশকারীদের একজন বলেন, দেশে বাক স্বাধীনতা এখন বিপদের মুখে। লেখার জন্য লেখককে হত্যা করা হচ্ছে, দলিতদের হত্যা করা হচ্ছে, সংখ্যালঘুদের ওপর হামলা করা হচ্ছে। জনগণকে ফ্যাসিষ্ট কায়দায় দমন করা হচ্ছে।
খবরে বলা হয়, দেশের অনেক লেখক এখনো সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার ফেরত দেয়নি। তারা অপেক্ষা করছেন সাহিত্য অ্যাকাডেমি কেন্দ্র সরকারকে চাপ দিতে কি কি পদক্ষেপ নেয়। এরপর তারা সবকিছু ভেবে সিদ্ধান্ত নেবেন।
পুরস্কার ফিরে দেয়া লেখকদেরকে সমালোচনা করেছেন কেউ কেউ। সমালোচনাকারীদের যুক্তি, লেখকদের অনেকে মোদী সরকারের আইডোলজির সঙ্গে মিল নেই। এ কারণে তারা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে পুরস্কার ফিরিয়ে দিয়েছেন।