Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: পাকিস্তানের বেলুচিস্তানে মহরমের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১০ শিয়া ধর্মাবলম্বী মারা গেছে। বৃহস্পতিবারের এই ঘটনায় ১২ জন আহত হয়েছে। খবর পিটিআইয়ের।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে প্রায় সময়েই জঙ্গি হামলার ঘটনা ঘটে। খবরে বলা হচ্ছে, কাচি জেলার চালগারি এলাকায় ইমামবর্গা মাজার শরীফ বোমাবাহী পোশাক পরে এক আত্মঘাতী জঙ্গি প্রবেশ করে। পরে বোতাম চেপে ওই আত্মঘাতী নিজেকে উড়িয়ে দেয়। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি গণমাধ্যমে এসব বলেন। বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে আশে পাশের বাড়িঘরের দরজা জানালা ভেঙে রাস্তার ওপর উড়ে এসে পড়ে।
এ হামলার দায়দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি। তবে এটি সুন্নি জঙ্গি গোষ্ঠীর কাজ বলে সন্দেহ পোষণ করেছে কেউ কেউ। কারণ এর আগে সুন্নি জঙ্গি গোষ্ঠীরাই সংখ্যালঘু শিয়াদের বেশ কয়েকবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল।