খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: সড়ক-মহাসড়কে দুঘর্টনার কারণ চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘অবৈধ পার্কিংয়ে জরিমানা বাড়ানো হবে’
বৃহস্পতিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘আমাদের দেশে অবৈধ পার্কিংয়ের জন্য মাত্র ২শ’ থেকে ৩ম’ টাকা জরিমানা করা হয়। আমার মনে হয় অন্যান্য দেশের তুলনায় জরিমানার এই পরিমাণ খুবই কম। অবৈধ পার্কিংয়ের ব্যাপারে মানুষকে নিরুৎসাহিত করতে জরিমানার টাকা আরো বাড়ানো উচিত। এ জন্য কাজ চলছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সড়ক-মহাসড়কে দুর্ঘটনার কারণগুলো চিহ্নিত করে সে অনুসারে ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে।’
দুর্ঘটনার পরিমাণ কমিয়ে আনতে বেশি গতিতে এবং যান্ত্রিক ত্রুটিযুক্ত গাড়ি না চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানান তিনি।
নিরাপদ সড়ক চাই (নিসচা) আয়োজিত এ র্যালিটি রাজধানীর শিল্পকলা একাডেমীর সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনারে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং নিরাপদ সড়ক চাই ‘নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।