খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: শরীয়তপুর জেলাকে ঢাকা বিভাগ থেকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সাথে দিলে তা হবে শরীয়তপুর বাসীর পিছিয়ে যাওয়া এবং সেচ্ছা নির্বাসন বলে মন্তব্য করেছেন আলোকিত শরীয়তপুর সংঘের আহ্বায়ক ডা. আনোয়ার ফরাজী।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলোকিত শরীয়তপুর যুব সংঘ আয়োজিত ‘প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুর বাসী’ শীর্ষক এক মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক এ মন্তব্য করেন।
ডা. ফরাজী বলেন, যোগাযোগ ব্যবস্থা অনুকূল হওয়াতে শরীয়তপুরবাসী এমনিতেই ঢাকামুখি। আর শরীয়তপুর থেকে ঢাকার দুরত্ব যেখানে ৬৯ কিমি. আর ফরিদপুরের দুরত্ব সেখানে ১০৩ কিমি।
তিনি বলেন, আমরা চাই ফরিদপুর বিভাগ হউক তবে বৃহত্তর শরীয়তপুর বাসীর স্বার্থ বিকিয়ে দিয়ে নয়। মাওয়া জাজিরা পয়েন্টে পদ্মা সেতু হওয়ার সিদ্ধান্তের পর থেকে পুরো শরীয়তপুর যেভাবে জেগে উঠেছে, আমরা তা ধরে রেখে জেলা হিসেবে শরীয়তপুরকে নিয়ে যেতে চাই এক অনন্য উচ্চতায়।
যুব সংঘের সদস্য সচিব মনিরুজ্জামান বলেন, বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর সাথে জড়িয়ে রয়েছে শরীয়তপুর জেলার নাম, বাংলাদেশের সর্ববৃহৎ স্থাপনার ফলে দূর ঢাকার সীমান্ত মিশেছে শরীয়তপুর জেলার কূল ঘেষে।
সেক্ষেত্রে ঢাকা ছেড়ে ফরিদপুর বিভাগের সাথে অন্তর্ভূক্ত হওয়া মানে পিছিয়ে যাওয়া, এ যেন এক সেচ্ছা নির্বাসন।
তিনি আরো বলেন, আমরা থেমে যেতে চাইনা, আদায় করে নিতে চাই আমাদের ন্যায্য দাবি এবং অধিকার। তাই বলতে চাই আমরা ঢাকায় ছিলাম আর ঢাকায় থাকতে চাই।
তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দালনসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন।
মানববন্ধনে আলোকিত শরীযতপুর যুব সংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।