Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: পুলিশের আইজিপি একেএম শহিদুল হক বলেছেন, রাজধানীর দারুসসালামের চেকপোস্টে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এএসআই ইব্রাহিম মোল্লা নিহত হওয়ার জামায়াতের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। শক্রবার রাজারবাগ পুলিশ লাইন মাঠে ইব্রাহিম মোল্লার নামাজে জানাজা শেষে সাংবাদিকদের আইজিপি এ কথা বলেন।তিনি বলেন, এ ঘটনায় গ্রেফতার মাসুদ নিজেকে জমায়াত-শিবির কর্মী বলে স্বীকার করছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে নামাজে জানাজা শেষে ইব্রাহিম মোল্লর লাশ তার গ্রামের বাড়ি বাগেরহাটে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গতকাল রাতে দারুসসালাম থানা এলাকার পর্বত সিনেমা হলের সামনে চেকপোস্টে তল্লাশিকালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার পথে এএসআই মারা যান।