খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে ন্যাশভিল বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে।বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
আহত ৩ জনকে ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। তাদের জখমের মাত্রা কি রকম তা জানায়নি মেডিকেল কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জরুরি যোগাযোগ বিভাগের সুপারভিজর তানিয়া স্টোন এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
এদিকে টেনেসি এক দৈনিক বলেছে এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে। ফক্স নিউজ বলেছে, ছাত্রদের একজন এ ঘটনায় জড়িত থাকতে পারে।