Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: ইরাকে মার্কিন বাহিনী ও কুর্দি পেশমার্গা বাহিনীর যৌথ অভিযানে আইএসের (ইসলামিক স্টেট) হাত থেকে প্রায় ৭০ বন্দীকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। খবর আলজাজিরার।
পেন্টাগনের পক্ষ থেকে বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ওই অভিযানে আইএসের বেশ কয়েক যোদ্ধা নিহত হয়েছে। অপরদিকে হাওয়িজায় অভিযানকালে এক সেনা সদস্য নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
২০১৪ সালে ইরাকে আইএস নির্মূলে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন হামলা শুরুর পর এই প্রথম তাদের কোনো সেনা সদস্য নিহতের কথা জানানো হল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বন্দীদের গণহত্যা করা হবে এমন খবর পেয়ে পরিকল্পিতভাবে এই অভিযান চালানো হয়।
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক জানান, উদ্ধার করা বন্দীদের মধ্যে অন্তত ২০ জন ইরাকী নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্য। বাকি সদস্যদের পরিচয় নিশ্চিতে চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। এদের মধ্যে বেসামরিক নাগরিক রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি জানান, বন্দীদের উদ্ধারে পেশমার্গা বাহিনীর যোদ্ধাদের সহযোগিতায় মার্কিন হেলিকপ্টার থেকে আক্রমণ পরিচালনা করা হয়।
কুর্দিস গোয়েন্দা সংস্থার প্রধান মাসরুর বারজানি জানিয়েছেন, ৬৯ বন্দীকে উদ্ধার করা হয়েছে। এ সময় আইএসের ৬ যোদ্ধা বন্দী ও ২০ জন নিহত হয় বলেও জানিয়েছেন তিনি।
গত বছর ইরাক ও সিরিয়ার বেশ কিছু অঞ্চল দখল করে ইসলামী খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয় আইএস। এর কয়েক মাস পরই সংগঠনটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট।