খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ট্রাক ও বাসের সংঘর্ষে অন্তত ৪২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
লিবোর্নের কাছে যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে খবর পাওয়া গেছে। বাস যাত্রীদের মধ্যে আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ওই বাসের মাত্র তিনজন অক্ষত আছেন।
ফরাসি গণমাধ্যম জানিয়েছে, বাসটির অধিকাংশ যাত্রী ছিলেন বয়স্ক লোক। তারা আনন্দ ভ্রমণে বের হয়েছিলেন।সংঘর্ষের পর উভয় যানবাহনে আগুন ধরে যায় বলে খবরে জানানো হয়।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, ফ্রান্স শোকাচ্ছন্ন। এই দুর্ঘটনায় আমরা সবাই শোকাহত ও দুঃখভারাক্রান্ত।’
১৯৮১ সালের পর ফ্রান্সে এই সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে।