খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: ইপিএলের পর এবার ইউরোপা লিগেও রাশিয়ান ক্লাব রুবিন কাজানের সঙ্গে ১-১ গোলে ড্র করছে লিভারপুল।
অলরেডদের ঘরের মাঠ অ্যানফিল্ডে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এরপর ইউরোপা লিগে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করলেও, শেষ পর্যন্ত সে আশাও পূর্ন হয়নি অলরেডদের। ম্যাচের শুরু থেকেই রাশিয়ান ক্লাব রুবিন কাজানের ওপর আধিপত্য বিস্তারে ব্যর্থ হয়েছে লিভারপুল। উল্টো ১৫ মিনিটেই ডেভিচের গোলে লিড পায় অতিথিরা। তবে, ৩৭ মিনিটে ক্যানের গোলে ম্যাচে সমতা ফেরায় ক্লপের শিষ্যরা।
এরপর ম্যাচে আর চেষ্টা করেও, গোল করতে পারেনি কোন দল। ফলে ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলকে।