কামুরুল হাসান, ঠাকুরগাঁও : খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: ঠাকুরগাঁওয়ে জেলা স্কুল বড় মাঠের সীমানা প্রাচীর ও ফুটপাত এর ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন হয়েছে।
আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও বড় মাঠের সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্তর নির্মাণের উদ্বোধন করেছেন, ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এ উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ঠাকুরগাঁও পৌর মেয়র এসএমএ মঈনের সভাপতিত্বে বক্তব্য দিয়েছেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা সেলিম খাঁন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু, ইএসডিওর নিবাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, সমাজসেবক মোদাচ্ছের হোসেন, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায়, কাউন্সিলর পারভেজ আলম প্রমুখ।
উলে¬খ্য ঠাকুরগাঁও পৌরসভার বিএমডিএফ প্রকল্পের অর্থায়নে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের সীমানা প্রাচীর নির্মাণে কাজ করা হবে।