Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: 0000বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব ও ২০ দলীয় জোট নেতা এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ১০ মুহররম পবিত্র আশুরা। নবী দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবার-পরিজন ও সাথিদের ৭২ জন সদস্যের মহান শাহাদাত দিবস। ৬১ হিজরির এই দিনে ইমাম হোসাইন (রা.) ৫৭ বছর বয়সে তাঁর নানাজান মহানবী (সা.)-এর প্রতিষ্ঠিত প্রকৃত ইসলামকে রক্ষা করতে কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন। ঈমানের বলে বলীয়ান এবং সত্য ও ন্যায়ের সাধক হযরত ইমাম হোসেন (রা.) হক ও ন্যায়ের দৃঢ় অবস্থান নিয়ে অন্যায় ও সত্যের বিরুদ্ধে থেকে নির্ভীকভাবে শাহাদাতের অমীয় সুধা পান করে প্রাণোৎসর্গ করে পৃথিবীর বুকে চির অমর হয়ে আছেন। যতদিন পৃথিবীসহ আল্লাহ তায়ালার সৃষ্টিকূল থাকবে, ততদিন তার নাম ও কীর্তি পৃথিবীজুড়ে অভিনন্দিত ও অনুকরণীয় হতে থাকবে। তিনি বলেছেন, সাইয়েদেনা হযরত ইমাম হোসেন (রা.আ.) প্রমাণ করে গেছেন, অন্যায় ও অসত্যের কাছে কখনও মাথা নত করা যাবে না। সত্য তথা হক প্রতিষ্ঠায় মাথা উঁচু করে প্রাণ উৎসর্গ করলে আদর্শ প্রতিষ্ঠাসহ জগতের বুকে চির অম্লান ও উজ্জ্বল থাকা যায়। কারবালার হৃদয়বিদারক ঘটনার মাধ্যমে এ শিক্ষাই প্রতিপন্ন হয়েছে। কারবালার মর্মান্তিক ঘটনা মুসলিম উম্মাহর অগ্রযাত্রায় নবতর চেতনার উন্মেষ এবং রাব্বুল আলামীনের প্রদর্শিত পথে চলার ক্ষেত্রে ত্যাগ স্বীকারের জন্য যুগে যুগে ইসলামের উত্থানে অনুপ্রেরণা যুগিয়ে যাচ্ছে। আশুরার দিনে কারবালা প্রান্তরে প্রতিটি ঘটনা মুসলিম উম্মাহর জন্য কল্যাণময় ও তাৎপর্যপূর্ণ এবং বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য আলোকবর্তিকা হয়ে আছে। তাইতো কবির উপলব্ধি ছিল ‘শির দেগা, নেহি দেগা আমামা। কারবালার মত লড়াই যুগে যুগে চলতেই থাকবে।
এম. গোলাম মোস্তফা ভুইয়া আজ শুক্রবার সকালে নরসিংদীতে হাক্কানী নক্সবন্দীয়া-মোজাদ্দেদীয়া দরবার শরীফে ১০ মহরম পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত জলসা মোবারকে বক্তব্য রাখছিলেন। এসময় আরো বক্তব্য রাখেন মাওলানা আবু জাফর রেদোয়ানী, মাওলানা হাফেজ কলিমুল্লাহ, মাওলানা আবদাল আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন ন্যাপ কেন্দ্রীয় সহ-সম্পাদক মোঃ রবিউল আউয়াল কনক, নরসিংদী জেলা আহ্বায়ক রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য মাকসুদ হোসেন ভুইয়া, তাইজুদ্দিন আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে ন্যাপ মহাসচিব খাজা মোহাম্মদ আজম আলী ফকির নক্সবন্দী-মোজাদ্দেদী (রহ.) ও খাজা মোহাম্মদ সুজাত আলী ভুইয়া ফকির নক্সবন্দী-মোজাদ্দেদী (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ১০ই মুহাররম হযরত আলী (রা.) এর নয়নমণি নবী-তনয় ফাতিমার (রা.)-এর কলিব্জার টুকরা ইমাম হুসাইনের স্বপরিবারের উনিশজন সদস্যসহ তাঁর বাহাত্তরজন অনুসারীকে যেভাবে ইয়াজিদ বাহিনী কর্তৃক নির্মমভাবে শাহাদত বরণ করতে হয়েছিল কিয়ামত পর্যন্ত বিশ্ব মুসলিমের হৃদয়কে যে ব্যথিত করবে তাতে সন্দেহের কোন অবকাশ নেই। আর তাই মুহাররম মাসের আগমনে নতুন করে মুসলমানদের হৃদয়ের নিভৃতে মুহররমের নির্মম স্মৃতি যেন সকল ঐতিহাসিক ঘটনাকে ম্লান করে দেয়। ঈমানদার মাত্রই এহেন নির্মম ঘটনায় মর্মাহত হবে এবং হওয়াই ঈমানের দাবী।