Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

54খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় চার ভুয়া প্রার্থীসহ নিয়োগকারী জালিয়াত সিন্ডিকেটকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব। এরমধ্যে চারজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র।
জানা গেছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ১৩৩টি পদের নিয়োগের পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছিল। এ পরীক্ষায় আনুমনিক ৪৭ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে। শুক্রবার সকাল ১০টায় ও বিকাল সাড়ে ৩টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজশাহী র‌্যাবের উপ-অধিনায়ক মেজর আব্দুস সালাম জানান, শুক্রবার সকাল ১১টার দিকে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা জালিয়াত চক্রের চারজন এবং অন্যদের জন্য পরীক্ষায় অংশ নেয়া চার ভুয়া পরীক্ষার্থীকে আটক করে। তারা হলেন, কুড়িগ্রামের উলিপুর থানার দুর্গাপুর গ্রামের গাজী রহমানের ছেলে মাইদুল ইসলাম (২৪), টাংগাইলের গোপালপুর থানার খামারপাড়া এলাকার গফুর মিয়ার ছেলে সাইম আহমেদ (২৫), চাঁদপুরের দালাদী গ্রামের জাফর তালুকদারের ছেলে ওসমান গনি (২৫) এবং ময়মনসিংহের ভালুকা থানার আংগারগাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে নুর আলম (২৪)। এরমধ্যে মাইদুল ও সাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগ, ওসমান সমাজ কল্যাণ বিভাগ এবং নুর আলম সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র।
আটক জালিয়াত চক্রের চার সদস্যের একজন হলেন ঢাকা কলেজের ছাত্র জাকির হোসেন (২৫), তিনি নীলফামারীর কিশোরগঞ্জ থানার পানিয়ালপুকুর এলাকার হাছিম উদ্দিনের ছেলে। বাকী ৩ জন হলেন, লালমনিরহাটের আদিতমারী থানার তালুক দুলালী গ্রামের এলাহী রাব্বানীর ছেলে জাকির হোসাইন (২৫), ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল এলাকার মঞ্জুর রহমানের ছেলে আল মামুন (২৭), দিনাজপুরের পার্বতীপুর থানার রিয়াজনগর এলাকার মোফাখারুল ইসলামের ছেলে মোস্তফা কামাল (২৯)। জাকির ঢাকা বিশ্ববিদ্যালয় ও আল মামুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কামালের শিক্ষাগত পরিচয় জানা যায়নি।
রাজশাহী র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি তোফায়েল জানান, জনতা ব্যাংকের ফার্মগেট করপোরেট শাখায় কর্মরত সোহেল রানা নামে এক ব্যক্তি জালিয়াত চক্রের মূল হোতা। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। এ মামলায় তাকেও আসামি করা হবে। র‌্যাব তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।