খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: রাজধানীর গাবতলীতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা হত্যাকাণ্ডে সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ জড়িত বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
শুক্রবার জুমা নামাজের পর রাজারবাগ পুলিশ লাইন্সে ইব্রাহিম মোল্লার জানাযা শেষে উপস্থিত সাংবাদিকদের আইজিপি এ কথা বলেন। শহিদুল হক বলেন, ‘এএসআই ইব্রাহিম মোল্লা খুনের ঘটনায় সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ জড়িত। তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। আমাদের কাছে মনে হচ্ছে, একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।’ তিনি বলেন, ‘আটক মাসুদের কাছ থেকে কিছু তথ্য পেয়েছি।
ওই তথ্যের ভিত্তিতেই কামরাঙ্গিরচরে অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছি। বাকিদের আটকে অভিযান চলছে।’ পুলিশ প্রধান বলেন, ‘দেশের স্বাধীনতাকে যারা সমর্থন ও উন্নয়নে বিশ্বাস করে না আটকরা এমন একটি সংগঠনের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।’
হত্যা ঘটনাটি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ যৌথভাবে তদন্ত করছে বলেও তিনি জানান। এর আগে গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে দারুসসালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন। ইব্রাহিমের লাশ ময়নাতদন্ত শেষে শুক্রবার রাজারবাগ কেন্দ্রীয় মসজিদে নিহত ইব্রাহিম মোল্লার জানাজা শেষে নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে তার লাশ গ্রামের বাড়ি বাগের হাটের কচুয়া থানার পালপাড়া গ্রামের বাড়িতে পাঠানো হয়।