Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

60খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: দেশে সবচেয়ে বেশি অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ফোন আসছে রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) এ তথ্য জানিয়েছে। অবৈধ ভিওআইপি ফোন আসার ক্ষেত্রে এর পরেই আছে বেসরকারি প্রতিষ্ঠান বাংলালিংকের নাম।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, গত ১৬ আগস্ট অবৈধ সিম অথবা রিম সংক্রান্ত বিষয় চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য টেলিটককে চিঠি দিয়েছে বিটিআরসি।
ওই চিঠিতে বলা হয়, গত ১৫ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত করা এক অভিযানে বিটিআরসি ভিওআইপির ক্ষেত্রে সবচেয়ে বেশি পেয়েছে টেলিটকের সিম।
বিটিআরসি জানিয়েছে, এক সপ্তাহের ওই অভিযানে টেলিটকের ১১ হাজার ৬১৩টি সিম ব্যবহৃত হয়েছে ভিওআইপি ফোনের জন্য। এরপরই আছে বাংলালিংকের নাম। ভিওআইপির ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে বাংলালিংকের ১৫৫টি সিম। এ ছাড়া একই কাজে বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠার রবির ৩৮টি, গ্রামীণফোনের পাওয়া গেছে ২৩টি এবং সিটিসেলের তিনটি সিম পাওয়া গেছে।