খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন বলেছেন, দেশের অভ্যন্তরে উৎপাদন বাড়ানোর দিকে নজর দিতে হবে। তাই বিদেশে সরাসরি বিনিয়োগের (এফডিআই) বিকল্প হিসেবে দেশে বস্ত্র খাতের উৎপাদন বাড়ানো যেতে পারে। তবে বিদেশে বিনিয়োগের সুযোগ দেয়ার বিপক্ষে আমি না।
বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁও ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) কার্যালয়ে আয়োজিত ‘ওভারসিস ইনভেস্টমেন্ট বাই বাংলাদেশি এন্টারপ্রেনার্স’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ ফরাসউদ্দীন বলেন, বাংলাদেশ আর আগের অবস্থানে নেই। এখন বাংলাদেশে ৫৪ হাজার কোটিপতি। যা প্রতি বছর ৫ হাজার বাড়ছে। যারা বাংলাদেশ নিয়ে সমালোচনা করতেন তাদের কাছেও বাংলাদেশের উন্নয়ন এখন আর বিস্ময়ের কিছু না।
তিনি বলেন, অতিরিক্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ কাজে লাগিয়ে সরকারকে বড় বড় অবকাঠামো নির্মাণের আহ্বান জানিয়ে তিনি বলেন, পৃথিবীর কোথাও গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয় না। বিদ্যুৎ উৎপাদন হয় কয়লা দিয়ে। গ্যাস দিতে হবে শিল্প খাতের উন্নয়নে।
বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআই’র সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, বিদেশি ক্রেতাদের দাবি থাকে ৩য় কোন দেশ থেকে রফতানি করার সুযোগ থাকতে হবে। তা না হলে তারা দাম বাড়াতে চায় না।
তিনি বলেন, সরকার বলছে ১৫ বছর পর দেশে গ্যাস ফুরিয়ে যাবে। এ জন্য শিল্প খাতে নতুন করে গ্যাস সংযোগ দেয়া হচ্ছে না। অথচ এ দেশে বিদ্যুৎ উৎপাদনের ৭৪ শতাংশ গ্যাস দিয়ে করা হয়। দেশে গ্যাস, বিদ্যুৎ, কয়লার বিষয়ে কোন সঠিক পরিকল্পনা নেই।
সভায় ব্যবসায়ীরা বলেন, বিদেশে সরাসরি বিনিয়োগের (এফডিআই) সুযোগ বন্ধ রাখা হলেও অর্থ বৈধভাবে না গিয়ে হুন্ডি অথবা অন্যকোন অবৈধ পথে যাচ্ছে। তাই বৈধভাবেই ব্যবসায়ীদের অন্যদেশে এফডিআই করার সুযোগ দেয়া উচিত।
বর্তমানে ১৯৪৭ সালের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট দ্বারা বন্ধ রয়েছে দেশের বাইরে বিনিয়োগের সুযোগ। দেশে গ্যাসের সমস্যা রয়েছে। যে কারণে সরকার শিল্প খাতে নতুন করে গ্যাস না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে দেশে বিনিয়োগ নিয়ে স্থানীয় বিনিয়োগকারীরা অন্ধকারে রয়েছে। এ পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা যাবে কীভাবে তা প্রশ্নবিদ্ধ।
সেমিনারে আলোচ্য বিষয়ের ওপর প্রতিবেদন পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে ফজলুল হক শাহ।
আইবিএফবি’র সভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সহ-সভাপতি হুমায়ুন রশিদ, আইবিএফবি’র পরিচালক এম এস এস সিদ্দিক, দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, প্রথম আলোর বিজনেস এডিটর শওকত হোসেন মাসুম, ইত্তেফাকের বিজনেস এডিটর জামাল উদ্দিন, ডেইলি সান এর বিজনেস এডিটর গোলাম শাহানি, ডেইলি স্টারের অর্থনৈতিক সম্পাদক অরুণ দেবনাথ প্রমুখ।