Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

J+M (1)খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৪ অক্টোবর ২০১৫ : রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়াতে ১০ মহররম পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলা, একজন নিহত ও শতাধিক আহত হবার ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ এবং তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া আজ শনিবার এক বিবৃতিতে বলেছে, হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে বোমা হামলা সরকারের চরম ব্যর্থতারই বহিঃপ্রকাশ। সাম্প্রদায়িক সম্প্রীতির চারণভূমি হলো বাংলাদেশ। এখানে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু বলে কোন বিভাজন নেই, এখানে শিয়া-সুন্নী বলে কোন বিভাজন নাই, বিভাজন থাকতে পারে না।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গত চারশ বছর ধরে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণভাবে মহররমে আশুরা অনুষ্ঠান উদযাপিত হয়ে আসছে। গতরাতে ( শুক্রবার) দুষ্কৃতকারীরা ন্যাক্কারজনক বোমা হামলার মধ্য দিয়ে শত-শত বছরের ধর্মীয় সম্প্রীতির উপর চরম আঘাত হেনেছে। এরকম ন্যাক্কারজনক ঘটনা ৬১ হিজরিতে কারবালার প্রান্তরে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) এর সঙ্গে ঘটেছিল। আর আজ বাংলাদেশের ঐতিহাসিক হোসনি দালানের ইমামবাড়ায় ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আশুরা উপলক্ষে হোসনি দালানে তাজিয়া মিছিলে হামলা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিনত করার ষড়যন্ত্রেরই অংশ। আন্তর্জাতিক ও আভ্যন্তরিন ষড়যন্ত্রকারীরা যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিনত করে সুবিধা ভোগ করতে চায় তারাই একের পর এক ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। অন্যদিকে সরকার এই ঘটঁনাগুলোকে বিরোধী রাজনৈতিক মতকে দমনের উদ্দেশ্যে ব্যবহার করাতে প্রকৃত অপরাধিরা পার পেয়ে যাচ্ছে। শাসকশ্রেনীর দলগুলোর হীনস্বার্থ চরিতার্থ করার অপরাজনীতির ফলেই সারা দেশে বিভিন্ন সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে। এদেশের সাম্প্রদায়িক-সম্প্রীতির হাজার বছরের ঐতহ্যকে যারা বিনষ্ট করতে চায় দেশ-রাষ্ট্র-জনগনের শত্রু।
নেতৃদ্বয় সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে দেশের সকল রাজনৈতিক শক্তি ও জনগনের সম্বিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সরকারকে এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধিদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানানো হয।