খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৪ অক্টোবর ২০১৫ : সংসদ সদস্য হাজী মো. সেলিম বলেছেন, ‘দেশকে অস্থিতিশীল করতেই তাজিয়া মিছিলে হামলা করা হয়েছে। দেশের স্বাধীনতা যারা চান না, যারা দেশকে অস্থিতিশীল করতে চান তারাই শোকের মাস মহররমে তাজিয়া মিছিলে বোমা হামলা চালিয়েছে।’
শুক্রবার দিনগত রাত ৩টার দিকে নাজিম উদ্দিন রোডের হোসেনি দালানে বোমা বিষ্ফোরণ এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এর আগে রাত ১টার দিকে তাজিয়া মিছিল বের করার পূর্ব মুহূর্তে ৩টি শক্তিশালী বোমা বিষ্ফোরিত হয়। এ বিষ্ফোরণে কমপক্ষে ৮০ জন আহত হয়েছেন। ১ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
সাংসদ আরও বলেন, ‘হিন্দু ধর্মাবল্বীদের শারদীয় দুর্গা উৎসবে হামলায় ব্যর্থ হয়েই তারা তাজিয়া মিছিলে হামলা চালিয়েছে। দেশের ভাবমূর্তি নষ্ট করতে এ হামলা চালানো হয়েছে। অবশ্যই এ হামলার তদন্ত করা হবে।’