খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৪ অক্টোবর ২০১৫ : মৌসুমে মোহামেডানের অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ জয়ে দারুণ অবদান ছিল রাজীবুল হোসেন মুসল্লির। কদিন আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো এই মিডফিল্ডারকেই সলিড এসসির বিপক্ষে পাওয়া বড় জয়টি উৎসর্গ করেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।
মানিকগঞ্জে খেলতে যাওয়ার সময় গত মঙ্গলবার গোয়ালন্দে টেম্পো-বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান রাজীব। অকালে ঝরে যাওয়া এই শিষ্যকেই শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে পাওয়া প্রথম জয়টি উৎসর্গ করেন মোহামেডান কোচ জসিমউদ্দিন জোসি।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় আপ্লুত কণ্ঠে জোসি বলেন, “ম্যাচের আগে ছেলেদের বলেছিলাম রাজীবের জন্য জিততে হবে। আমার অনূর্ধ্ব-১৬-এর শিরোপা জয়ে ওর ভালো অবদান ছিল। আমি ওর আত্মার মাগফেরাত কামনা করি। জয়টিও ওকেই উৎস্বর্গ করছি।”
স্পিন ঘর বাজানের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা মোহামেডান শুক্রবার সলিডকে ৬-১ গোলে উড়িয়ে দেয়। জোসি জানালেন এত বড় জয় তিনি নিজেও ভাবেননি।
“সত্যি বলতে, এত বড় জয় আমিও ভাবিনি। তবে শুরুতে যখন গোল পাওয়া শুরু করলাম, তখন বড় জয় পাওয়ার বিশ্বাস বেড়ে যায়।”
“আমাদের জন্য জয়ের বিকল্প ছিল না। ছেলেদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য ছিল। এই জয়ের সব কৃতিত্ব ছেলেদের”, যোগ করেন তিনি।
এই জয়ে ‘বি’ গ্রুপের বৈতরণী পেরিয়ে মোহামেডানের সেমি-ফাইনালে ওঠার স্বপ্ন বেঁচে থাকল। তবে জুয়েল রানা ও সোহেল রানার চোট ভাবিয়ে তুলেছে জোসিকে।
“ম্যাচের আগে জুয়েল বমি করেছে। এই আসরে তার খেলার সম্ভাবনা ক্ষীণ। সোহেলের মাথা কেঁটে গেছে; সেলাই লাগবে। এই মুহূর্তে তার প্রকৃত অবস্থা আপনাদের জানাতে পারছি না।”
আগামী রোববার কলকাতা মোহামেডানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ঢাকা মোহামেডান। প্রতিপক্ষকে শক্তিশালী মেনেই ছক কষার কথা জানান জোসি।
দুই ম্যাচের মাঝে মাত্র একদিনের বিরতিতে ক্লান্তির কথা বলেন জোসি; তার আগে সংবাদ সম্মেলনে আসা সলিড দলের কোচ ডব্লিউপিএস জাসমিন একই কথা বলেন। বড় হারের পেছনে রক্ষণের দুর্বলতার কথা জানিয়ে মোহামেডানের প্রশংসাও করেন তিনি।
“আমাদের রক্ষণ ভালো ছিল না। ওরা ভালো দল এবং ওদের খেলায় গতিও ছিল। হয়ত আমরা ক্লান্তির কারণে (এ ম্যাচে) ভালো করতে পারিনি; হয়ত এখানকার কন্ডিশনের সঙ্গেও ভালোভাবে মানিয়ে নিতে পারিনি।”
ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে এটাই সলিডের সর্বোচ্চ ব্যবধানের হারের কথা উল্লেখ করে জাসমিন নিরাপত্তার বাড়াবাড়ি নিয়েও হতাশা জানান।
গ্রুপের শেষ ম্যাচে সলিডের প্রতিপক্ষ আফগানিস্তানের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন স্পিন ঘর বাজান। এ ম্যাচ জিতে সেরা চার দলের একটি হতে সর্বোচ্চ চেষ্টা করার কথাও বলেন জাসমিন।