খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৪ অক্টোবর ২০১৫ : হোসেনি দালানে বোমা বিস্ফোরণের বিষয়টি জঙ্গি হামলা কিনা তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান। তিনি বলেন, ‘জঙ্গি হামলা কিনা তা এখনই বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’
শুক্রবার দিনগত রাত সোয়া ৩টার দিকে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে বোমা বিস্ফোরণের স্থান পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘হোসেনি দালানে বোমা বিস্ফোরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এর কারণ বা উদ্দেশ্য সম্পর্কে বলা যাবে। তবে এটি জঙ্গি হামলা কিনা তা এখনই বলা সম্ভব হচ্ছে না।’
মহাপরিচালক বলেন, ‘দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্যই সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা ঘটানো হয়েছে। সার্বিকভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্যই পবিত্র মহররমের এই মিছিলে হামলা করা হলো।’
ঘটনাস্থলে অবিস্ফোরিত অবস্থায় ২টি বোমা পাওয়া গেছে। আশপাশে আরও কোথাও বোমা আছে কিনা এ জন্য র্যাবের একটি টিম মাঠে নেমেছে। ঘটনাস্থলের প্রতিটি জায়গাতেই ভালোভাবে তল্লাশি চালানো হচ্ছে। এতে রয়েছে বোমা নিষ্ক্রিয়কারী দল এবং ডগ স্কোয়াড