Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৪ অক্টোবর ২০১৫ : বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে বলে 13জানিয়েছেন দলটির সমর্থক বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন। বিশিষ্ট সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী এবং প্রয়াত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের স্মরণে এই সভা হয়। ঢাবির সাবেক এ উপাচার্য বলেন, ‘এক এক অঞ্চলের জনগণের সমস্যা এক এক রকম। সেগুলোর সমাধান স্থানীয় সরকার করতে পারে। কেন্দ্রীয় সরকারের পক্ষে তা সম্ভব না।’ তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের দিকে দেশের জনগণ তাকিয়ে আছে। কিন্তু সরকার সেই নির্বাচন না দিয়ে স্থানীয় সরকার নির্বাচন দিলো। এই নির্বাচন এখন না দিলেও চলবে। চলছে তো, সমস্যা কী?’ তিনি আরো বলেন, ‘ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও যদি জোর করে জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়া হলে, এর প্রতিক্রিয়া শুধু দেশে নয়, বিদেশেও ছড়িয়ে পড়বে।’ এমাজউদ্দীন আহমেদ বলেন, ‘বিএনপি সব স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছে। দলীয় প্রতীকে নির্বাচনেও অংশ নেবে। যদি অন্যায়ভাবে বিজয়কে কেড়ে নেওয়া হয় তবে এর ভয়ঙ্কর এবং তীব্র প্রতিক্রিয়া হবে। সেই প্রতিত্রিয়া বিদেশেও ছড়িয়ে পড়বে। যা সামলানোর শক্তি এই সরকারের থাকবে না।’ স্মরণ সভায় ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, এ বি এম মোশাররফ হোসেন, শাহ মোহাম্মদ আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম।