Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৪ অক্টোবর ২০১৫ : আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে গভীর রাতে বোমা 34হামলায় কয়েকজন নিহত এবং প্রায় শ’খানেক নারী-পুরুষ ও শিশু আহত হয়েছে’— সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করেছে হোসেনী দালান কর্তৃপক্ষ। হোসেনী দালান ইমামবাড়ার তত্ত্বাবধায়ক এম এম ফিরোজ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার গভীর রাতে পুরনো ঢাকার হোসেনী দালান ইমামবাড়ায় আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘দেশের শান্তি বিনষ্টকারীদের এ জাতীয় কর্মকাণ্ডের জন্য পুরো দেশবাসীর পক্ষ থেকে ধিক্কার জানাই। বিগত রাতে দুষ্কৃতকারীরা যে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, তা শুধু হোসেনী দালান নয়, পুরো দেশের ধর্মীয় সম্প্রীতির ওপর বিরাট আঘাত।’ ৪০০ বছরের পুরনো আশুরার তাজিয়া মিছিল যথাসময়ে বের করার সিদ্ধান্ত বহাল রাখার কথা জানিয়ে এতে আরও বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ন্যাক্কারজহনক বোমা হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।’ বোমা হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ জাতীয় কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক কাজ ৬১ হিজরিতে কারবালার প্রান্তে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) এ দৌহিত্র হযরত ইমাম হোসেনের সঙ্গে ঘটেছিল। যার পুনরাবৃত্তি আজ হোসেনী দালান ইমামবাড়ায় ঘটেছে। তারা ইসলাম, দেশ ও জাতির শত্রু।